চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের বি এন পির মনোনীত প্রার্থী জি এম কুটির ধানের শীষ প্রতীকের সমর্থনে এক গনসংযোগ ও মিছিল অনুষ্টিত হয়েছে।
১৬’ই মে বিকাল ৪টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত দলের শতাধিক সমর্থক ইউনিয়ন বি এন পির সভাপতি আজগর আলী মাস্টার, সাধারন সম্পাদক ফজলুর রহমান খালেদ, সদস্য ছুরুত আলী মীর ও প্রার্থী জি এম কুটি সহ ইউনিয়নের আমুরোড বাজারে ঘুরে ঘুরে মিছিল ও গনসংযোগ করেন তারা।
মিছিল ও গনসংযোগ শেষে বাজারের মুক্তিযোদ্ধা সংসদ আমুরোড বাজার শাখার সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত কক্তব্যে সকলের নিকট ভোট, দোয়া ও সহযোগীতা কামনা করেন প্রার্থী গোলাম মোস্তফা কুটি।