এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ এলাকায় মাদক সেবী কুলেঙ্গার পুত্র মুস্তাফিজুর রহমান আকলু (৩৫) কে পুলিশে দিলেন হতভাগ্য পিতা মাতা।
সোমবার সকালে এ ঘটনাটি ঘটে। আকলু ওই এলাকার মজিবুর রহমানের পুত্র।
জানা যায়, প্রায়ই আকলু মাদক সেবনের টাকা জন্য পিতা মাতাকে নির্যাতন চালাত। গতকাল ওই সময় একই কারণে পিতা মাতাকে মারপিট কররে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে সদর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।