এম এ আই সজিব ॥ ৫ লাখ টাকা আত্মসাত করে দূর্নীতি করার অভিযোগে প্রাইম ইসলামিয়া লাইফ ইন্সুরেন্স কোম্পানির ক্যাশিয়ার আব্দুল মুতাব্বির (৩২) কে আটক করেছে জেলা দূর্নীতি দমন কমিশন। সোমাবার দুপুরে সদর উপজেলার ধল পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার আশেড়া গ্রামের আব্দুন নুরের পুত্র।
দূর্নীতি দমন কমিশন জানান, মুতাব্বিরের বিরুদ্ধে ৪ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাত সহ দূর্নীতির অভিযোগে মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। পরে তাকে কোর্টে সোপর্দ করা হয়।