নবীগঞ্জ প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষংছড়ির বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু মং শই উকে নৃশংসভাবে হত্যাকরীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টপান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি নারায়ন রায় এবং সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল এর স্বাক্ষরিত বার্তায় এ প্রতিবাদ জানানো হয়।
নেতৃবৃন্দ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবী জানান।
উল্লেখ্য গত শুক্রবার রাতে বান্দরবান জেলার নাইক্ষংছড়ির বাইশারিতে চাকপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বৌদ্ধ ভিক্ষু মং শই উ মন্দিরে ধ্যানরত অবস্থায় মুখোশধারী দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে।