চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগেঞ্জের চুনারুঘাট পৌরসভার বারবার নির্বাচিত ১নং ওয়ার্ডে কাউন্সিলর তাজুল ইসলাম কাজল প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন।
সোমবার সকাল ১০টায় পৌরসভার মেয়রের কার্যালয়ে কাউন্সিলরবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন-পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আছকির মিয়া, ৫নং ওয়ার্ডের অসিম কর, ৪নং রহম আলী, ৮নং ওয়ার্ডের লাল মিয়া, ৯নং ওয়ার্ডের কতুব আলী, মহিলা কাউন্সিলর শাহেনা আক্তার, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, উপজেলা ছাত্রলীগ নোত এসএম সোহাগ, পৌর ছাত্রলীগে সিনিয়র সহ-সভাপতি শিফন খান, সবিজসহ আরও অনেকই। প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল তার দায়িত্ব পালনে পৌরসভার কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরসহ সকলে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
উলেখ্য যে, বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছু ছুটিতে জনিত কারনে শূন্য পদে তাজুল ইসলাম কাজল মেয়রের দায়িত্ব পালণ করবেন।