এম এ আই সজিব ॥ আন্তজেলা ডাকাতদলের গডফাদার ইকবাল হোসেন (৩০) কে আটক করেছে ডিবি পুলিশ। রাবিবার দুপুরে ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ শহরের খোয়াইমুখ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে বানিয়াচংয়ের আমির খানি গ্রামের আলতাব হোসেনের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চুরি ডাকাতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল।