এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে শিল্পি রানি (৩৫) নামে এক গৃহবধুকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে এনিয়ে একটি প্রভাবশালী মহল ধামা চাপা দেয়ার চেষ্টা করছে। শনিবার গভীর রাতে একই গ্রামের তমাল চৌধুরী দাস ও ইমান চৌধুরী দাস ঘর থেকে তাকে তুলে নিয়ে একটি পার্শ্ববর্তী জঙ্গলে তাকে নিয়ে গণধর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।