নবীগঞ্জ প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার উন্নয়ন ত্বরাম্ভিত করতে নৌকা প্রতীকের কোন বিকল্প নেই। তাই আগামী ২৮ মে নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার স্বার্থে করগাওঁ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু দাশ রানা’কে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান নবীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম। গত শনিবার রাতে ইউপির ৫নং ওয়ার্ড কমলাপুর ও পাঠলী, বুরুঙ্গা গ্রামে পৃথক দু’টি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা গুলো বলেছেন। এতে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নির্মলেন্দু দাশ রানা, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক আশিষ দাশ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা পিকলু চৌধুরী, অনন্ত দাশ প্রমূখ। উক্ত উঠান বৈঠকে গ্রামের বিপুল পরিমান মুরুব্বীয়ান, যুবক ও মহিলাদের উপস্থিতি ঘটে। এ সময় চেয়ারম্যান প্রার্থী রানা দাশ, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ভোট ও সহযোগিতা করে নৌকার বিজয় সুনিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এক পর্যায়ে গস্খামবাসী দলমতের উর্ধ্বে থেকে রানা দাশকে নৌকা প্রতীকে অকুন্ঠ সমর্থন দিয়ে ভোট ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।