উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃআগামী ২৮ মে নবীগঞ্জে ১৩টি ইউনিয়নে অনুষ্টিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বৃহস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ২জন চেয়ারম্যান প্রার্থী, ৩জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১৭ জন সাধারন সদস্য তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু সাঈম এ খবর নিশ্চিত করেছেন।
প্রত্যাহারকারীগন হলেন,১৩নং পানিউমদা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এডঃআতাউর রহমান ও ১১নং গজনাইপুর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিউল আলম বজলু। এ ছাড়া ও ৩জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১৭জন সাধারন সদস্যসহ মোট ২২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।