সানিউর রহমান তালুকদার, নবীগঞ্জ থেকে।। ঢাকা- সিলেট মহা সড়কে ভোর রাতে মাল বোঝাই একটি ট্রাক রাস্তার পাশ্ববতী খাদে যায়। প্রানে রক্ষা পায় চালক।
জানাযায়, ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দিতে গত বৃহস্প্রতিবার রাতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ময়নামতি কোম্পানির একটি পাথর বোঝাই ট্রাক ঢাকা মেট্রাে ট (১৮-৯৮১৭) আউশকান্দি গ্যাস পাম্প পার হয়ে শহীদ কিবরিয়া চত্ত্বর প্রবেশ মূখে ভোর রাত অনুমান ৪টার দিকে চালকের অদক্ষতার কারনে ওই মাল বোঝাই ট্রাকটি ধুমড়ে মুছড়ে রাস্তার পাশ্ববর্তী খাদে পড়ে যায়।
এতে ট্রাকের পাথর খাদে পড়লেও অল্পের জন্য চালক প্রাণে রক্ষা পায়। তবে, চালক বা হেলপার কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।