এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার ইসবপুর গ্রামে যুবতীকে ধর্ষণের পর বিয়ে না করে পালিয়ে গেছে এক লম্পট। ডাক্তারী পরীক্ষার জন্য ওই যুবতীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ২ বছর আগে ওই গ্রামের নানু মিয়ার পুত্র শারফিন চৌধুরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের কুতুব উদ্দিনের যুবতী কন্যা। এ সুবাদে শারফিন ওই যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি জানাজানি হলে শারফিন প্রেমের সম্পর্ক অস্বীকার করে ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে ওই যুবতী বিয়ের দাবিতে শারফিনের বাড়িতে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে গণ্যমান্য ব্যক্তিবর্গ সালিশ বিচারে আপোসে মিমাংসার উদ্যোগ নেন। সামাজিক বিচারে শারফিন ওই যুবতীকে বিয়ের আশ্বাস প্রদান করে এবং গত বৃহস্পতিবার বিয়ের দিন তারিখ ঠিক হয়। কিন্তু বিয়ের দিন শারফিন পালিয়ে যাওয়ায় বিয়ে হয়নি। এদিকে দিনে দিনে ওই যুবতীর শারিরীক অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।