এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুর গ্রামে ধান কাটাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল শনিবার ভোর সকালে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, নসরতপুর গ্রামের তাহির মিয়ার জমির ধান কাটার চুক্তি নেয় একই গ্রামের জামাল মিয়া। কিন্তু গতকাল জামাল মিয়া, তাহির মিয়ার জমির ধান না কেটে অন্য ব্যক্তির জমিতে ধান কাটতে যায়।
এ নিয়ে দুই জনের বাকবিত-া হয়। এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ফজলু মিয়া (৩০), নুর মিয়া (৫০), সবুর মিয়া (৫০), নয়ন মিয়া (৪৫), সৈয়দ মিয়া (৩৫), নুরুজ্জামান (৩৫), জুয়েল (২৫),সোহেল (৩০), বিলাল (১৮), ছানু (২০), হেলাল (১৫), উজ্জল (২১) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এর মাঝে ফজলু মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।