নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে আবাসিক এলাকায় রাতের আধারে বাসার গ্রিল ও দরজা ভেঙ্গে দূধর্ষ ডাকাতি সংগঠতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়: বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ ঘটিকার সময় ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত চক্র হবিগঞ্জ জেলার উত্তর শ্যামলী আবাসিক এলাকার বজ্রকন্ঠ.কম অনলাইন পত্রিকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জাম মিজান এর ছোট ভাই সৈয়দ সামছুজ্জামান মিনুর বাসার গ্রিল ও দরজা ভেঙ্গে বসত ঘরে প্রবেশ করে তারা স্বামী স্ত্রীকে হাত পা বেঁধে ও উপরের তালায় গিয়ে সৈয়দ সামছুজ্জামান মিনুর ছেলে সৈয়দ আরিফুজ্জামান ও মেয়েকে মারধর করে ঘরে থাকা ৮ টি মোবাইল সেট, সাড়ে ৩ ভরি স্বর্নালংকার ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায় চলে যায়।
খবর পেয়ে সদর থানার এসআই রাজকুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদিকে, শহরের এ ধরণের দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় উত্তর শ্যামলী এলাকাসহ পৌর এলাকায় বাসা বাড়ির সাধারণ মানুষদের মধ্যে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।