এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড় এলাকা থেকে এক ব্যবসায়ীকে অপহরণের মামলায় জসিম (৩৫) নামের এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। সে শহরের উমেদনগর গ্রামের আব্দুল কদ্দুছের পুত্র।
শুক্রবার দুপুরে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ জানায়, সম্প্রতি বাহ্ম্রণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামের ব্যবসায়ী শরীফ উল্লাহকে দীপকসহ ৮/১০ জন লোক অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায় করে তাকে অজ্ঞান অবস্থায় সড়কে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় শরীফ উল্লাহর স্ত্রী রতনা বাদি হয়ে একটি অপহরণ করেন। উল্লেখ্য এর আগে আরো ৩ জনকে আটক করা হয়েছে। তারা হল দীপক, আফজল ও মামুন বর্তমানে ঐ আসামীরা কারাগারে রয়েছে।