নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী এবং পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম গতকাল শুক্রবার রাতে পৃথক নির্বাচনী সমাবেশে করগাওঁ ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু দাশ রানার নৌকা প্রতীকে ভোট ভিক্ষা চাইলেন।
ওই দিন রাত সাড়ে ৮ টায় ইউপির বেগমপুর গ্রামের নাট মন্দিরে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ভৈরব দাশের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী ।
বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র এটিএম সালাম, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নির্মলেন্দু দাশ রানা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গৌতম রায়, ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক শৈলেন চন্দ্র দাশ, কাউন্সিলর জাকির হোসেন প্রমুখ।
পরে রাত ১০ টায় করগাওঁ গ্রামে অপর এক সমাবেশে অতিথিরা বক্তব্য রাখেন। নির্বাচনীয় সমাবেশে অতিথিবৃন্দ আগামী ২৮ মে নির্বাচনে উন্নয়নের স্বার্থে এবং দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নৌকা প্রতীকে ভোট দিন। এক পর্যায়ে বেগমপুর ৫ মৌজা এবং করগাওঁ গ্রামবাসী নির্মলেন্দু দাশ রানার নৌকা প্রতীকে ঐক্যবদ্ধভাবে সর্মথন দেন