এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার প্রতাপপুর গ্রামে বজ্রপাতে হাবিব মিয়া (২৫) নামের এক সি.এন.জি ড্রাইভারের মৃত্যু হয়েছে। এ সময় কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এ ছাড়া বজ্রপাতে হবিগঞ্জ সদর উপজেলার বেশ কয়েকটি এলাকায় বজ্রপাতে ঘরবাড়ি ও গাছ ক্ষতিগ্রস্থ হয়।
বৃহস্পতিবার বিকেল ১টা থেকে হবিগঞ্জে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয়। বিকাল ৪টার দিকে প্রতাপপুর গ্রামের পাশের একটি হাওরে ওই গ্রামের শেখ তাজুল মিয়ার পুত্র নিহত হাবিব মিয়া (৩২) ধান কাটতে যায়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তাকে স্থানীয় লোকজন হাবিবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বানিয়াচং উপজেলা সদরে হাওরে একদল কৃষক ধান কাটতে গেলে বজ্রপাতে ৮ জন আহত হয়।
আহতরা হল ঃ- তাতাড়ি মহল্লার গোলাম রহমানের পুত্র হামদু মিয়া (৩৫), জাতুকর্ণপাড়ার জাবের মিয়ার পুত্র রিপন (১৫), দোয়াখানি গ্রামের হানিফ মিয়ার পুত্র আব্দুল আহাদ (৪০),ছিলাপাঞ্জা গ্রামের লাল মিয়ার পুত্র আবু মিয়া (৩০), তকদির মিয়ার পুত্র আবু মুসা (২৫),মাদারীটুলার শাবান মিয়ার পুত্র জুয়েল চৌধুরী (২৫) ও সুরুজ আলীর পুত্র আবু সালেহ (২৫) কে হবিগঞ্জ সদর হাসপতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা বজলুর রহমান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।