নিজস্ব প্রতিবেদক : গতকাল বুধবার এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হারের দিক দিয়ে সিলেট বোর্ডে ২য় স্থান অর্জন করেছে হবিগঞ্জ জেলা। ফলাফলে দেখা যায় হবিগঞ্জ সদর উপজেলার ২৪টি স্কুলের মধ্যে শুধুমাত্র হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। আর সর্বনিম্ন ফলাফল অর্জন করেছে শাহজালাল উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়টির পাশের হার ৬৭.৭৪%। হবিগঞ্জ সদর উপজেলার স্কুলওয়ারী ফলাফল নিম্নে তুলে
ধরা হলো-
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৩৪ জনের মধ্যে সকলেই পাশ করে। জিপিএ-৫ পায় ১১৭ শিক্ষার্থী। স্কুলটির পাশের হার শতভাগ। বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৮ জনের মধ্যে ২৪৪ জন পাশ করে। ৫৮টি জিপিএ-৫। পাশের হার ৯৮.৩৮%। শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলে ১৪৯ জনের মধ্যে ১৪৩ জন পাশ করে। জিপিএ-৫ ১৭টি। পাশের হার ৯৫.৯৭%। হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে ২৭২ জনের মধ্যে ২৫২ জন পাশ করে। ১টি জিপিএ-৫। পাশের হার ৯৩.৬৫%। জেকে এন্ড এইচকে হাই স্কুলে ৩৫০ জনের মধ্যে ৩০৬ জন পাশ করে। ৪টি জিপিএ-৫। পাশের হার ৮৭.৪৭%। হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২০ জনের মধ্যে ২১১ জন পাশ করে। পাশের হার ৯৫.৯১%। আইডিয়াল হাই স্কুলে ১৮২ জনের মধ্যে ১৫৪ জন পাশ করে। পাশের হার ৮৪.৬২%। রিচি উচ্চ বিদ্যালয়ে ২৩০ জনের মধ্যে ২১৪ জন পাশ করে। জিপিএ-৫ ১টি। পাশের হার ৯৩.০৪%। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ১৭৪ জনের মধ্যে ১৪৬ জন পাশ করে। জিপিএ-৫ ১টি। পাশের হার ৮৩.৯০%। শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৬৭ জনের মধ্যে ১৫৩ জন পাশ করে। জিপিএ-৫ ১টি। পাশের হার ৯১.৬১%। নুরপুর উচ্চ বিদ্যালয়ে ১৯৬ জনের মধ্যে ১৪৪ জন পাশ করে। জিপিএ-৫ ১টি। পাশের হার ৭৩.৪৭%। মোজাহের উচ্চ বিদ্যালয়ে ১২৫ জনের মধ্যে ১০১ জন পাশ করে। পাশের হার ৮০.৮০%। পইল উচ বিদ্যালয়ে ১৪৫ জনের মধ্যে ১২৫ জন পাশ করে। পাশের হার ৮৬.২০%। শাহজালাল উচ্চ বিদ্যালয়ে ৯৩ জনের মধ্যে ৬৩ জন পাশ করে। পাশের হার ৬৭.৭৪%। সুকরিপাড়া উচ্চ বিদ্যালয়ে ৭৫ জনের মধ্যে ৫৯ জন পাশ করে। পাশের হার ৭৮.৬৬%। উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬৫ জনের মধ্যে ৫৮ জন পাশ করে। পাশের হার ৮৯.২৩%। মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে ২৭ জনের মধ্যে ২৩ জন পাশ করে। পাশের হার ৮৫.১৮%। তরপ উচ্চ বিদ্যালয়ে ৬০ জনের মধ্যে ৪৪ জন পাশ করে। পাশের হার ৭৩.৩৩%। রামপুর উচ্চ বিদ্যালয়ে ৩০ জনের মধ্যে ২৩ জন পাশ করে। পাশের হার ৭৬.৭৬%। হাজী আলীম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৬১ জনের মধ্যে ৫৬ জন পাশ করে। পাশের হার ৯১.৮০%। আষেঢ়া উচ্চ বিদ্যালয়ে ৪১ জনের মধ্যে ৩৪ জন পাশ করে। পাশের হার ৮২.৯২%। আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩০ জনের মধ্যে ২৬ জন পাশ করে। জিপিএ-৫ ১টি। পাশের হার ৮৬.৬৬%। গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ে ১৬ জনের মধ্যে ১২ জন পাশ করে। পাশের হার ৭৫%। উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয়ে ৩৭ জনের মধ্যে ৩২ জন পাশ করে। পাশের হার ৮৬.৪৮%।