হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতাপপুর হাওরে বজ্রপাতে হাবিব মিয়ার (২৫) মৃত্যু হয়েছে। নিহত হাবিব প্রতাপপুর গ্রামের শেখ তাজুল মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হাবিব হাওরে বোরো ধান কাটছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে হাবিব গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা বজলুর রহমান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।