এম এ আই সজিব ॥ নাগুড়া শচীন্দ্র কলেজের শিক্ষার্থী সুমন হত্যা মামলার অন্যতম আসামী সোয়েব মিয়া (১৯) কে চট্টগ্রাম থেকে আটক করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। গত ৯ মে সোমবার দুপুর ২টার দিকে ডিবির পুলিশের এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রামের ইউনিবুক (১) রপ্তানী ইপিজেট কোম্পানী থেকে তাকে আটক করেন। সে বানিয়াচং উপজেলার পশ্চিম পুকড়া গ্রামের সোনাহর আলীর পুত্র।
ডিবি পুলিশ জানায়, সুমন হত্যা মামলার সোয়েব অন্যতম আসামী। এতদিন সে ওই কোম্পানীতে শ্রমিকের কাজ নেয়।
বুধবার দুপুরে তাকে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট এর আদালতে তুললে সোয়েব মিয়া তার দোষ স্বীকাররোক্তি জবান বন্দী দেয় এবং তার সাথে যারা জড়িত ছিল তাদের নাম ও বলে। কিন্তু পুলিশ তদন্ত সার্থে নাম বলেন নি। পড়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়ছে।