এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ গ্রামে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। বুধবার বিকালে এ সংঘর্ষ হয়।
আহত সুত্রে জানা যায়, একই গ্রামের নুর আলীর সাথে খালেক মিয়ার বিরোধ চলে আসছে। ওই সময় নুর আলীর লোকজন খালেকের গাছের আম পাড়তে যায়। এ সময় খালেক বাঁধা দিলে দুই পক্ষে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে একে অপরের বাড়িঘরে-হামলা-ভাংচুর চালায়। খবর পেয়ে রিচি ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত অবস্থায় জয়মন, খেলু মিয়া, সাবু মিয়া, আবু মিয়া, স্বপন মিয়া, মামুন মিয়া, রহমান মিয়া, সজল মিয়া, শারিফ মিয়া, জুলহাস মিয়া, তারেক মিয়া ও জামিন মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।