এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাঙ্গারপুল এলাকা থেকে উদ্ধার হওয়া ইদ্রিস আলীর ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এদিকে এ ঘটনার মুল নায়িকা বদরুন্নেছা (৩৫) কে খুঁজছে পুলিশ। সে ছোট বহুলা গ্রামের মৃত তরমুজ আলীর স্ত্রী বলে জানা গেছে। বুধবার বিকালে ইদ্রিস আলীর লাশ ময়নাতদন্ত শেষে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এদিকে তার পরিবারের দাবি ওই মহিলা ইদ্রিস কে হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে। তবে অপর একটি সুত্র জানায়, ওই মহিলার সাথে ইদ্রিসের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। আরেকটি সুত্র জানায়, ওই মহিলা ইতোপূর্বে পরকীয়া প্রেমের কারণে তার স্বামীকেও হত্যা করেছিল। এদিকে পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট ও বদরুন্নেছাকে গ্রেফতার ছাড়া মুল কাহিনী বেরিয়ে আসছে না। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই সড়ক থেকে ইদ্রিস আলীর লাশ হাসপাতালে রেখে বদরুন্নেছা সটকে পড়ে।
এসআই পার্থ চক্রবর্তী ওই মহিলাকে ধরতে গিয়ে তার বাড়িতে গিয়ে বাড়ি তালাবদ্ধ অবস্থায় পান। মৃত ইদ্রিস আলী পইল পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।