এম এ আই সজিব ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ভাঙ্গারপুল এলাকা থেকে ইদ্রিস মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিবারের দাবি তাকে হত্যা করে লাশ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। ইদ্রিস সদর উপজেলার পইল পশ্চিম পাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র।
সন্ধ্যা ৬ টায় স্থানীয় লোকজন ইদ্রিস মিয়ার দেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি মর্গে প্রেরণ করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি সে সুলতানশী গ্রামের জনৈক হাবেলদারের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতে যায়।
এ কাজের ঠিকাদার হচ্ছেন বামকান্দি গ্রামের হাসান ও খেলু মিয়া। সকালে অন্যান্য দিনের মতো ইদ্রিস মিয়া কাজে যায়। বিকালে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর থেকেই ঠিকাদাররা সটকে পরায় রহস্যের সৃষ্টি হয়েছে। মৃতের পরিবারের দাবি ঠিকাদাররাই তাকে হত্যা করে পালিয়ে গেছে।
এ ব্যাপারে সদও থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, মৃত্যুটি রহস্যজনক। তবে ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।