মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৮পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার হয়েছে। গত সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ইনাতগঞ্জ ইউনিয়নের বানিউন গ্রামের আলকাছ উদ্দিনের পুত্র ইয়াবা সম্রাট জিয়াউর রহমান বাবলু(৩৮) ও দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের মন্তাজ উল্লার পুত্র আজিবুর রহমান(৩৭)।
পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিত সিংহর নেতৃত্বে একদল পুলিশ বানিউন গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১১পিস ইয়াবাসহ জিয়াউর রহমান বাবলুকে ও আজিবুরকে ৭ পিস ইয়াবাসহ আটক করেন। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।