নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের পল্লীতে এক মাদ্রাসার ছাত্রীর রহস্যজনক অপহরন ও ধর্ষনের ঘটনাকে কেন্দ্র করে গত ৭ মে ওমান প্রবাসী নিহত যুবকের দাফন সম্পন্ন হয়েছে। প্রকৃত অপহরন ও ধর্ষনকারীরা রয়েছে ধরা ছোয়ার বাহিরে। এ নিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহত রাসেল আহমদের ভাই আমিন মিয়া বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়ার খবর পাওয়া গেছে।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের হৈবতপুর গ্রামের আব্দুর রশিদ ও মৃত ময়না মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে বিরোধ চলে আসছে। দাঙ্গা-হাঙ্গামাসহ একাধিক মামলা মোকদ্দমা রয়েছে এই দু’পরিবারের মধ্যে। সম্প্রতি গ্রাম্য শালিসের মাধ্যমে ওই বিরোধ সাময়িকভাবে সমাধান হয়।
এরমধ্যে গত ২৪ এপ্রিল মৃত ময়না মিয়ার ছেলে রাসেল আহমদ ওমান থেকে বাড়িতে আসে। ঘটনার কয়েক দিন আগে একই গ্রামের বিরোধীয় আব্দুর রশিদ তার সুন্দরী কন্যা ও ধুলচাতল আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী নিপা বেগম (১৪)কে বিয়ে দেয়ার জন্য রাসেল আহমদের বাড়িতে প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে রাসেলের পরিবার সম্মতি না দেয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে নিপার পরিবার। গত ৪ ঠা মে সন্ধ্যায় একই গ্রামের কতিপয় যুবকরা তাকে অপহরন করে গ্রামের এক জঙ্গলবাড়ির নির্জন স্থানে নিয়ে ওই মাদ্রাসার ছাত্রীকে নেশাদ্রব্য পান করিয়ে পালাক্রমে ধর্ষন করে।
পরদিন গ্রামের লোকজন অজ্ঞান অবস্থায় ফুটারমাটি গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিপা’র পরিবার প্রতিপক্ষ ওমান ফেরত রাসেল আহমদকে দোষারুপ করা হয়। পরে ওই ঘটনায় একটি সালিশ বৈঠকে রাসেল ওই অপহরনের কথা অস্বীকার করলেও গ্রামের কতিপয় যুবক তাকে মারপিট করে জোর পূর্বক বিয়ে করার জন্য চাপ দেয়। অন্যতায় ক্ষতিপূরণ বাবদ ২ লাখ টাকা প্রদানের দাবী করা হয়। এতে রাসেল সায় না দেয়ায় নিপা’র পরিবারের লোকজন ৬ ই মে রাসেলের বাড়িতে গিয়ে নিপাকে বিয়ে অথবা ২লাখ টাকা ক্ষতিপুরণ না দিয়ে রাসেলকে হত্যা করার হুমকী দেয়।
অথবা তার বোনের ইজ্জত হননেরও হুমকী দেয়া হয়। নিপা’র পরিবারের অনাগত হুমকীর কারনে ৭ ই মে সকালে পরিবারের লোকজনের অজান্তে ওমান ফেরত রাসেল আহমদ ধানে ব্যবহারের জন্য কিটনাশক রেনেটিন সেবন করে চটপট করতে থাকে। বাড়ির রোকজন রাসেলের শয়ন কক্ষ বন্ধ দেখে তাকে হাকডাক দিলে কোন রা শব্দ না পেয়ে অন্য রুম থেকে রাসেল মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ঘরের দরঝা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে উদ্ধার করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরন করলে সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা সোয়া ৩ টার দিকে রাসেল মৃত্যুর কোলে ঢলে পড়ে। মুহুর্তের মধ্যে এ খবর এলাকায় প্রচার হলে গ্রামে শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবার এ ঘটনার জন্য নিপা বেগম এর পিতা আব্দুর রশিদ, ভাই ও আত্বীয় স্বজনদের দায়ী করেন। তারা দাবী করেন একটি মিথ্যা নাঠক সাজিয়ে ওমান ফেরত রাসেলকে দায়ী করে নিপা’র পরিবারের অনাগত হুমকী, বাড়িতে এসে রাসেলকে হত্যার চেষ্টা করার কারনে রাসেল বিষপ্রাণে আত্মহত্যার পথ বেচে নিয়েছে। তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। এদিকে নিহত রাসেল আহমদের মৃতদেহ সিলেটে ময়না তদন্ত শেষে গত রবিবার গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার নিহতের ভাই ২৩ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। এ ছাড়া এলাকাবাসী ওমান ফেরত রাসেল’র মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে রাসেলের চাচা মঞ্জিল মিয়া জানান, গত শুক্রবার দিবাগত রাতে হৈবতপুর গ্রামের একদল যুবক বাড়িতে প্রবেশ করে রাসেলকে হন্য হয়ে খুজতে থাকে। তাকে খুজে না পেয়ে রাসেলের ছোট বোনকে অপহরনের চেষ্টা চালায়। এ সময় আশপাশের লোকজন তাদের চিৎকার শোনে ছুটে আসলে যুবকরা চলে যাওয়ার সময় প্রকাশ্যে বলে যায় ২ দিনের মধ্যে রাসেল যদি ওই মাদ্রাসার ছাত্রীকে বিয়ে না করে তাহলে রাসেলকে হত্যাসহ তার ছোট বোনকে অপহরন করে পালাক্রমে ধর্ষন করবে বলে শাসিয়ে যায়।