নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার সুবিধা বঞ্চিত নারীর জীবন দক্ষতা উন্নয়নের জন্য সচেতনতা বৃদ্ধি শীর্ষক কর্মসুচী উপলক্ষে সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইমাম-বাওয়ানী চা বাগানে এক কমিউনিটি গ্রুপ সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাসুম বিল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাগানের ম্যানাজার ফখরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, পৌর সভার প্যানেল মেয়র এটিএম সালাম।
এছাড়া ব্র্যাক ওয়াশ ম্যানাজারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তাগণ জানান, বাগানের প্রায় ১ শত জন সুবিধা বঞ্চিত নারীদের ৪ ভাগে বিভক্ত করে ৭ দিনের প্রশিক্ষন দেয়া হবে। প্রশিক্ষন শেষে তাদের মধ্যে ভাতাসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হবে।