উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ঃ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর -২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে দ্বাদশ পুরস্কার বিতরন অনুষ্টান গত রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। প্রবাসী এম এ মান্নান খাঁন ও অলিউর রহমান চৌধুরীর আর্থিক অনুদানে প্রতি বছর ঐ বিদ্যালয় থেকে উর্ত্তীন হওয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ছালামত খাঁন এর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক জাহাঙ্গীর বখত চৌধুরীর পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহাকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সুলতানা,নবীগঞ্জ উপজেলা সহাকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সসম্পাদক মোঃ রুবেল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, প্রধান শিক্ষক সুবিনয় দাশ, হাজ্বী মোঃ গেদা মিয়া, বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ আব্দাল খাঁন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,মেম্বার মোঃ হারুন মিয়া, জাকারিয়া চৌধুরী, লিটন মিয়া তালুকদার, জামাল খাঁন.সোহেল খাঁন,ছানু মিয়া প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর। অনুষ্টানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মোঃসালেহ আহমদ, গীতা পাঠ করেন শিক্ষক বিপ্লব কান্তি ধর। অতিথিদেরকে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধর,শিক্ষক বিপ্লব কান্তি ধর, শিক্ষক রিংকন রানী চৌধুরী, শিক্ষক ফারহানা আক্তার ছবি, শিক্ষক জয়শ্রী পাল মিলি, সুকুমল সরকার। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রদান শিক্ষক নিখিল চন্দ্র সুত্রধরকে শ্রেষ্ট শিক্ষক হিসাবে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্টানে ৩ জন এ প্লাস বৃত্তিপ্রাপ্তসহ ২৩ জনকে নগদ অর্থ প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিশুদেরকে আর্দশ মানুষ হিসাবে গড়ে তোলতে হবে মায়েদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ । তাই ভাল ফলাফলের স্বীকৃতি দিলে শিশুরা পড়াশোনায় আরো মনোযোগী হয়ে উঠে।