এম এ আই সজিব ॥ হবিগঞ্জের বিভিন্নস্থানে বেওয়ারিশ কুকুরে কামড়ে মহিলা-শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। শহরের উত্তর শ্যামলী,নোয়াবাদ, জালালাবাদ, হরিপুর, চৌধুরীবাজার, উমেদনগর এলাকার অর্ধশতাধিক লোক আহত হয়। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুকুরের কামড়ে অনেকের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। অনেকেই দৌড় দিয়ে পালিয়ে রক্ষা পান।
কুকুরের কামড়ে আহতদের মধ্যে শহরের হরিপুর এলাকার মামুন মিয়া (১০), উত্তর শ্যামলী এলাকার জেবা বেগম (৪৫), একই এলাকার হেলান চৌধুরী (৪০), উমেদনগর এলাকার মুন্না মিয়া (১৩), জালালাবাদ-নোয়াগাও গ্রামের সীমা আক্তার (২২), লাল মতি বেগম (৫০),পিয়ারা বেগম (৪০), মনিকা আক্তার (১০), বাদল মিয়া (৪০), মিলন মিয়া (১৮), হানিফ উল্লাহ (২০), শাহানুর (৭০), নোয়াহাটি এলাকার জাহির মিয়া, মিজানুর রহমান, (২৫) ও সোহাগ (৩০)।
আহতরা জানান, হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের উপদ্রব এতই বৃদ্ধি পেয়েছে যে কুকুরের হাত থেকে স্কুল কলেজের শিক্ষার্থী, শিশু ও পথচারী কেউ রক্ষা পাচ্ছে না। কিন্তু হবিগঞ্জ পৌর কর্তৃপক্ষ কুকুরে নিধনের জন্য কোন বব্যস্থা নিচ্ছে না।