নিজস্ব প্রতিবেদক : হবিগনজ সদর উপজেলার ১১নং ব্রাহ্মনডোরা ইউনিয়নের ১/২/৩নংওয়াড’ যুবদল কমিটি গঠনকলপে পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন বি,এন, পি -দলিয় চেয়ারম্যন প্রাথী হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও নুরপুর ইউনিয়ন বি,এন,পি সাধারন সম্পাদক মোহাম্মদ আবু তাহের, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমন, কৃষক দল নেতা সাইফুল ইসলাম রানা, বি, এন, পি নেতা সারজ , আবু তাহের , সেলিম, যুবদল আহবায়ক ফারুক, উপজেলা যুবদলের ধর্ম সম্পাদক হাফেজ বাবুল আহমেদ, যুবদল নেতা জাহির চৌধুরী, রিপন, হাফেজ মনির, লিটন, কৃষক দল নেতা ইনু, শ্রমিকদল নেতা বকুল , মুশাহিদ।
এছাড়া ও ছাএদল, যুবদল, কৃষক দল, শ্রমিকদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।