এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরে হারবাল সেন্টারের আড়ালে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটের ব্যবসা জমে উঠেছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে খলিল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সে শহরের নিউ মুসলিক কোয়ার্টার এলাকার বাসিন্দা মৃত কুদরত আলীর পুত্র। শনিবার সন্ধ্যায় সদর থানার এসআই সুমন চন্দ্র হাজরা ও আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একটি সুত্র জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকা, নতুন বাস টার্মিনাল, ঈদগাঁহ রোড, সিনেমা হল রোড, চৌধুরীবাজার, ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ব্যাঙের ছাতার মতো বিভিন্ন হারবাল সেন্টার গড়ে উঠেছে। আর এসব সেন্টারে যৌন রোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়।
আর এসব চিকিৎসার ঔষধ হিসেবে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট দিয়ে বানানো হয় বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন হারবাল সেন্টারের চিকিৎসক জানান, ইয়াবা দিয়েই তাদের ঔষধ তৈরি করা হয়।
আটক মাদক ব্যবসায়ী খলিল জানায় সে দীর্ঘদিন ধরে শহরের কোর্ট স্টেশন এলাকার একটি হারবাল সেন্টারে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছে। এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা করেছে। ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, তালিকা তৈরি করে ইয়াবা দিয়ে তৈরিকারী ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।