এম.এ.আই সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলায় আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত হয়েছে।
শনিবার প্রার্থীতা চূড়ান্ত করা হয়।
আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা না হলেও সংশ্লিষ্ট বিশস্ত সুত্র বিষয়টি নিশ্চিতকরেছে।
হবিগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নে প্রার্থীরা হলেন-লোকড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের ক্রিড়া সম্পাদক ফরহাদ আহমেদ আব্বাস, রিচি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহি উদ্দিন পারভেজ, তেঘরিয়া ইউনিয়নে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনু মিয়া, পইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাহেব আলী, গোপায়া ইউনিয়নে এপিপি আবুল কালাম, রাজিউড়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান বদরুল আলম দুলাল, নুরপুর ইউনিয়নে সদর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মুখলেছুর রহমান মুখলেছ, শায়েস্তাগঞ্জ ইউনিয়নে বুলবুল খান, নিজামপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার, লস্করপুর ইউনিয়নে জেলা যুবলীগের সদস্য মাহবুবুর রহমান হিরু ও নবগঠিত ব্রাহ্মনডোরা ইউনিয়নে সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আদিল (জজ মিয়া)।