নবীগঞ্জ প্রতিনিধি : নৌকার বিজয় সুনিশ্চিত করতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা চাইতে হবে। ঘরে বসে থাকলে হবে না। কারন নৌকা ব্যতিত এলাকার উন্নয়ন সম্ভব নয়। শনিবার বিকালে নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আসন্ন ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী সাজু চৌধুরীর সমর্থনে এক বিশাল কর্মী সমাবেশে বক্তাগণ উপরোক্ত কথা বলেন।
নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউপি আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট আবুল ফজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আলম, আওয়ামীলীগ নেতা ও প্যানেল মেয়র এটিএম সালাম, কৃষকলীগের সাধারণ সম্পাদক বিকাশ রায়,উপজেলা যুবলীগের নেতা রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, আওয়ামীলীগ নেতা বিজয় রায়, অনিল রায় সেট, ছমরু মিয়া চৌধুরী, ইজাজুর রহমান, রফিক মিয়া মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জল সরদার, ইকবাল আহমেদ বেলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু ছালেহ জীবন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সেকুল মিয়া,আজিজুল মেম্বার, জয়নাল আবেদীন, কৃপেশ সুত্রধর, সুরঞ্জন সুত্রধরসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। জঙ্গিবাদ দমন করে আইনশৃংখলার আমুল পরিবর্তন নিয়েছেন।
আজ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি, জামায়াত দেশে জঙ্গিবাদ ও বিশৃংখলা সৃষ্টি করে উন্নয়ন কর্মকান্ডে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের কবল থেকে দেশ ও জাতী রক্ষা করতে হলে এবং জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়ন ধারাতে অব্যাহত রাখতে আগামী ২৮ মে নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য নেতাকর্মীসহ এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।