স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে : মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন শাখা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের হলরুমে চৌমুহনী ইউনিয়ন শাখা জাতীয় পার্টির উদ্দ্যোগে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আঃমালেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহন মিয়ার সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র নেতা আঞ্জব আলী।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আবেদ আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ হান্নান মিয়া,জাপা নেতা কাশেম মোল্লা,আলাই মিয়া,ডাঃ মুকুল আশ্চার্য্য,মাওঃ মনিরুল ইসলাম,ডাঃ আলা উদ্দিন,আইয়ূব আলী,আঃ বাছির,যতন ঠাকুর,বসন মিয়া,ফারুক মিয়া,তাজুল ইসলাম,আঃ বাছির প্রমুখ। চৌমুহনী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আঃ মালেক বলেন,সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চৌমুহনী ইউনিয়নে জাতীয় পার্টির কোন প্রার্থী না থাকায় নিবার্চনে কাকে সমর্থন দিবে তা নির্ধারণ করার জন্য জাতীয় পার্টির সিনিয়র সদস্য আঞ্জব আলীকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে যাকে সমর্থন দিবে চৌমুহনী ইউনিয়ন জাতীয় পার্টি তার সমর্থনে সর্বসম্মতিক্রমে কাজ করবে।