খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ॥ অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ধানমন্ডি থেকে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি চুনারুঘাট উপজেলার ১০ ইউপির আওয়ামী লীগের দলীয় প্রার্থী নাম চূড়ান্ত ঘোষণা করেছেন।
যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন-১নং গাজীপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হুমায়ূন কবির খান, ২নং আহাম্মদাবাদ ইউনিয়নে বর্তমান সফল চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ৩নং দেওরগাছ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুন্নাহার, ৪নং পাইকপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ আলী মাষ্টার, ৫নং শানখলা ইউনিয়নে যুবলীগ নেতা সবুজ তরফদার, ৬নং সদর ইউনিয়নে ইউনিয়ন জেলা আ.লীগ নেতা নোমান চৌধুরী, ৭নং উবাহাটা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী, ৮নং সাটিয়াজুরী ইউনিয়নে মোঃ আব্দাদুর রহমান আবদাল, ৯নং রাণীগাঁও ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তরুন সমাজ সেবক মোস্তাফিজুর রহমান রিপন,১০নং মিরাশী ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ কৃষি ষিয়ক সম্পাদক শফিউল আলম তালুকদার ভিপি মানিক।
উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে আগামী ৪জুন চুনারুঘাট উপজেলা ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।