এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি সিএনজি পাম্পে গ্যাস দেয়াকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ও ভাংচুর হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করা হয়। এতে ৫ জন আহত হয়।
বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ওই এলাকার এম হাই এন্ড কোং পাম্পে গতকাল ওই সময় ম্যাক্সি শ্রমিকরা গ্যাস নিতে যায়।
এসময় আগে পরে নেয়াকে কেন্দ্র করে শ্রমিকরা সুভারভাইজার রনির সাথে ম্যাক্সি হেলপার নিলুর মিয়ার বাকবিত-া হয়। খবর পেয়ে ম্যাক্সি মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গেলে পেট্রোল পাম্পের শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। এ সময় পাম্পের কয়েকটি গ্লাস ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর জের ধরে ম্যাক্সি সমিতির শ্রমিকরা পাম্পের কর্মচারীদের শাস্তি দাবিতে ২নং পুল এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে। এ সময় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতারা জানান, দীর্ঘদিন ধরে ওই পাম্পের কতিপয় শ্রমিকরা ১০/২০ টাকার বিনিময়ে সিরিয়াল আগে পরে করে। এ নিয়ে প্রায়ই শ্রমিকদের সাথে তাদের বাকবিত-া হয়। বারবার পাম্পের মালিককে জানালেও তারা প্রতিকার নেননি।
অপর দিকে পাম্পের কর্মচারীরা তাদের অভিযোগ প্রত্যাখান করেন। রাত সাড়ে ৮টায় ওসি মোঃ নাজিম উদ্দিনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এবং উভয় গ্রামের মুরুব্বীরা বিষয়টি সালিশে সমাধানের আশ্বাস দেন। এদিকে ঘটনাস্থল থেকে ভাংচুরকৃত ম্যাক্সি উদ্ধার করে পুলিশ। ওসি জানান, উভয়পক্ষের মুরুব্বীরা সমাধানের উদ্দ্যোগ নেয়ায় এখ নপর্যন্ত কোন মামলা হয়নি।