নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলার কদমখাল নামক স্থানে ট্রাক উল্টে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন (৩২) জৈন্তাপুর উপজেলার ভিত্রিখেল তেতইরতল গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের হাসান আহমদ (২১), হোসেন আহমদ (২০), মুমিন উদ্দিন (২৫), খলিলুর রহমান (২২) ও সেলিম আহমদ (২০)। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জৈন্তাপুর ট্রেড ইউনিয়নের সভাপতি ও স্থানীয় নিজপাট ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট জানান, পাথরবোঝাই ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান, লাশ উদ্ধার করা হয়েছে।