রাজীব দেব রায় রাজু,মাধবপুর(হবিগঞ্জ)থেকে : মাধবপুর থেকে ঢাকা গামী বিলাস বহুল শহীদ মিনার বাস সার্ভিসের ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা।
বৃহস্পতিবার সকালে মাধবপুর বাস স্ট্যান্ডে আধুনিক মান সম্পন্ন এই বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সাধারন সম্পাদক অলিদ মিয়া, কাউন্সিলর রফু মিয়া, সাংরক্ষিত আসনের সদস্য স্বপ্না পাল, শহিদ মিয়ার পরিবহনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ,শ্রমিক লীগ ফেডারেশন সভাপতি আনোয়ার হোসেন গোল্ডন, সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারন সম্পাদক ফজর আলী, ইব্রাহিম পাঠান, সাদ্দাম হোসেন, হাজী আবুল বাশার প্রমুখ।