মাধবপুর প্রতিনিধি :ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া কড়রার কাছে পিকআপ ভ্যানের চাপায় মোটর সাইকেল আরোহী আলী হোসেন (৩০)মৃত্যুবরণ করেছে। বুধবার সকালে এ ঘটনাটি ঘটে। নিহত আলী হোসেন ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামের ইমাম হোসেনের ছেলে এবং সায়হাম স্পিনিং মিঃলিঃ’র কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা যায়-বুধবার সকাল সাড়ে ৯টায় প্রতিদিনের মতো বাড়ী থেকে অফিসে আসার সময় উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটি চাপা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে। আপ-পাশের লোকজন গুরুত্বর আহত অবস্থায় আলী হোসেনকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ছাতিয়াইন ইউ/পি চেয়ারম্যান খাইরুল হোসাইন মনু ঘটনার সত্যতা স্বীকার করেন।