এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলার কাওরাকান্দি যাত্রাপাশা গ্রামে স্বামী পরিত্যক্তা মানসিকভাবে অসুস্থ এক মহিলাকে ধর্ষণ করেছে এক লম্পট। এ সময় ধর্ষিতার মা বাঁধা দিলে তাকে পিঠিয়ে আহত করা হয়।
গত সোমবার রাত ১১ টার সময় এ ঘটনা ঘটে। অসুস্থ ওই মহিলার মা আছিয়া খাতুন জানান, ৫ বছর আগে তার কন্যা জুলেখা কে বিয়ে দেয়া হয় একই গ্রামের মানিক মিয়ার সাথে। বিয়ের পর তাদের কোলজুড়ে একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করে। সম্প্রতি মানিক মিয়া মারা যাবার পর তার কন্যা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অভাব অনটনের মাঝে আছিয়া তার কন্যা ও নাতিকে নিয়ে বসবাস করছেন।
সম্প্রতি একই গ্রামের সমুজ আলীর লম্পট পুত্র ও ২ সন্তানের জনক বাছির মিয়া (৩৫) জুলেকাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে তিনি প্রত্যাখান করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার সময় তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় দরজা ভেঙে বাছির তার মেয়েকে ধর্ষণ করে। জুলেকার চিৎকারে তিনি ছুটে এলে বাছির তাকে পিঠিয়ে আহত করে বাছির। মঙ্গলবার গুরুতর আহত অবস্থায় মা ও কন্যাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর বাছির আত্মগোপন করেছে।