শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

নবীগঞ্জে আনন্দঘন পরিবেশে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৯,সদস্য পদে ৫৬২ জন এবং মহিলা সদস্য পদে ১৬৩ জনের মনোনয়নপত্র দাখিল

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মে, ২০১৬

নবীগঞ্জউত্তম কুমার পাল হিমেল/এটিএম সালাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ আগামী ২৮ শে মে নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন জমার শেষ দিনে গতকাল মঙ্গলবার নবীগঞ্জ নির্বাচন অফিসে ও স্ব-স্ব দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারের কার্য্যালয়ে চেয়ারম্যন পদে ৭৯ জন,সাধরন সদস্য পদে ৫ শত ৬২ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ শত ৬৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চেয়ারম্যান,সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচন কমিশন সুত্রের তথ্য মোতাবেক জানাযায়, আগামী ২৮ শে মে চতুর্থ দফায় নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান,সাধারন সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্য প্রার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মঙ্গলবার বিকালে মনোনয়নপত্র জমা শেষ হয়। প্রার্থীদের মনোনয়নপত্র আগামী ৫ মে যাছাই-বাছাই করা হবে।

প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময়সীমা আগামী ১২ মে নির্ধারন করা হয়েছে। এছাড়া দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে আগামী ১৩ মে। নবীগঞ্জে ১৩ টি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ১৬ হাজার ৯ শত ৫৭। নির্বাচনকে কেন্দ্র করে নবীগঞ্জের সর্বত্র উৎসবমুখর পরিবেশের বিরাজ হয়েছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!