উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ একেই বলে নিয়তির নির্মম পরিহাস। নবীগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা পর ১১ দিন পর চিকিৎসাধীনভাবে অবশেষে অজ্ঞাত হিসাবেই দাফন করা হলো।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১ নং ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার বিধু ভূষন দাশ গত ২৩ শে এপ্রিল এক অজ্ঞাত নামা ব্যক্তি(৬৫)কে অজ্ঞান অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এতদিনে তার কোন পরিচয় পাওয়া যায়নি। অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর ৫ টায় ঐ অজ্ঞাতনামা ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষ তার কোন আত্মীয় স্বজন সনাক্ত করতে না পেরে নবীগঞ্জ থানা পুলিশে খবর দিলে এস আই আবুল খায়ের ঐ অজ্ঞাতনামা ব্যক্তিকে উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করেন। পোষ্টমর্টেম শেষে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করা হবে বলে পুলিশ সুত্রে জানাযায়।