এম এ আই সজিব: কুলাউড়া উপজেলার ৭ ইউনিয়নে সংরক্ষিত আসনে সদস্য নির্বাচিত হয়েছেনন যারা তারা হলেন, বরমচাল ইউনিয়নে সংরক্ষিত ১ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে শেফালী বেগম (মাইক) ২,০৬৭ ভোট পেয়ে জয়ী হন।
নিকটতম প্রতিদ্বন্দি পারভীন বেগম (সূর্যমুখী ফুল) ৫০৮ ভোট পান।
২নং আসনে ৪ প্রার্থীর মধ্যে শিরিন আক্তার (বই) ১১৯৫ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি রানু বেগম (কলম) ৮৬৯ ভোট পান।
৩নং আসনে ২ প্রার্থীর মধ্যে শেলী আক্তার ১৬৭৮ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি বাসন্তী গোয়ালা (সূর্যমুখী ফুল) ৮৯৪ ভোট পান।
ভূকশিমইল ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ প্রার্থীর মধ্যে পিয়ারা বেগম (মাইক) ২১২২ ভোট পেয়ে জয়ী হন।প্রতিদ্বন্দি সামছুন নাহার (বই) ১০৪৮ ভোট পান।
২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে রুসনা বেগম (বই) ২০২৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি নেহারা বেগম (মাইক) ৮৬৩ ভোট পান।
৩নং আসনে ৩ প্রার্থীর মধ্যে হালিমা আক্তার (বই) ১৬৩৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি লাকী বেগম (কলম) ১৪৯৭ ভোট পান।
জয়চন্ডী ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ প্রার্থীর মধ্যে নাদেরা খানম (মাইক) ২৭১০ ভোট পেয়ে জয়ী হন।প্রতিদ্বন্দি আলতি রানী বিশ্বাস (বই) ১৯৫৪ ভোট পান।
২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে সেলিনা বেগম (বই) ১৫১৭ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি সাবিত্রী রানী রাজভর (সূর্যমুখী ফুল) ১৩৪২ ভোট পান।
৩ নং আসনে ৩ প্রার্থীর মধ্যে আমিরুন নেছা (তালগাছ)২১৭৮ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি কুলছুমা খানম কমলা (বই) ১৪৯৭ ভোট পান।
ব্রাহ্মনবাজারে ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৪ প্রার্থীর মধ্যে পারভীন বেগম (মাইক) ১৭৮৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারা বেগম (সুর্যমুখী ফুল) ১৪৫৪ ভোট পান।
২নং আসনে ২ প্রার্থীর মধ্যে সাবিত্রী কানু (বই) ২৭৬৮ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি রাধিকা কৈরী রিপা (তালগাছ) ১৫২৭ ভোট পান।
৩নং আসনে ৪ প্রার্থীর মধ্যে মনোয়ারা বেগম (হেলিকপ্টার) ১৪০১ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি শারমিন আক্তার (বই) ১২৩৫ ভোট পান।
কাদিপুর ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৩ প্রার্থীর মধ্যে জেসমিন বেগম (তালগাছ) ১১৬৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি নাজমা আক্তার শিপা (সুর্যমুখী ফুল) ৯৫০ ভোট পান।
২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে বেদানা বেগম (তালগাছ)২২২২ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি আনোয়ারা বেগম ১১৯৭ ভোট পান।
৩নং আসনে ২ প্রার্থীর মধ্যে রেখা রানী দাস (বই) ১৩৮২ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি রায়না বেগম (তালগাছ)১০৬৫ ভোট পান।
কুলাউড়া সদর ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ২ প্রার্থীর মধ্যে মিনারা বেগম (বই) ১০৩৪ ভোট পেয়ে জয়ী হন।প্রতিদ্বন্দি ফেরদৌসী আক্তার (বক পাখি) ১০০৭ ভোট পান।
২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে বিন্দা রানী গোয়ালা (তালগাছ) ১১৩৫ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি নাজমিনা আক্তার সেবী (সুর্যমুখী ফুল)৮৫৭ ভোট পান।
৩নং আসনে ২ প্রার্থীর মধ্যে বিভা রানী দেবী (বই) ১৭৩৭ ভোট পেয়ে জয়ী হন। প্রতিদ্বন্দি হাসনা বেগম (তালগাছ)৮১৮ ভোট পান।
র্ধাসঢ়;উৎগাঁও ইউনিয়নে সংরক্ষিত ১নং আসনে ৫ প্রার্থীর মধ্যে হেপী বেগম (তালগাছ) ৯১৭ ভোট পেয়ে জয়ী হন।নিকটতম প্রতিদ্বন্দি খতিবুন বেগম (বই) ৬২১ ভোট পান।
২নং আসনে ৩ প্রার্থীর মধ্যে সমছুন বেগম (মাইক)১৮৮৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি ফয়জুননেছা (তালগাছ) ১৪২৭ ভোট পান।
৩ নং আসনে ৫ প্রার্থীর মধ্যে কলি রানী চৌধুরী (তালগাছ) ১০৩৪ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দি হালিমা বেগম (বই) ৯২১ ভোট পান।