নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিযন পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপি নেতা বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান মোঃছালিক মিয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত রবিবার দুপুরে উপজেলা রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় তার সাথে ইউনিয়নের প্রায় সহা¯্রাধিক লোকজন নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকলেও ব্যক্তিগত ভাবে তার অনেক জনপ্রিয়তা রয়েছে ওই ইউনিয়নে। টানা পর পর দু’বারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ছালিক মিয়া ক্লীন ইমেজের অধিকারী হিসেবে পরিচিত। তার অনেক সুনাম রয়েছে সাধারণ মানুষে মধ্যে। দলীয় ইমেজ নয়,ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই লড়ছেন ওই ইউনিয়নে। তিনি ইউনিয়নের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়ে হ্যাট্রিক করতে চান। এ জন্য ইউনিয়নের সর্বাত্মক ভালবাসা,সহযোগিতা এবং ভোট প্রার্থনা করেন।