প্রতিবেদক :১৪৩৭ হিজরি সনের আসন্ন পবিত্র রমজান মাসে অফিস শুরু হবে সকাল ৯টা থেকে। শেষ হবে বিকেল সাড়ে ৩টায়।
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, প্রতিবছরের মত এবারো রমজান মাসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এবারো আগের মত অফিস সময়সূচি ঠিক করেছে মন্ত্রিসভা। অফিস শুরু হবে সকাল ৯টায়, আর শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। মাঝখানে বিরতি থাকবে ১৫ মিনিট।