অনলাইন ডেস্ক : সৌদি আরবের প্রভাবশালী নির্মাতা প্রতিষ্ঠান সৌদি বিন লাদেন গ্রুপ ৭৭ হাজার বিদেশি কর্মীকে ছাঁটাই করেছে। কোম্পানির কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার সৌদি আরবের একটি জাতীয় দৈনিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত কয়েকদিন ধরে কয়েক হাজার কর্মীকে চাকরিচ্যুত করার অভিযোগের বিষয়ে সর্বশেষ এই প্রতিবেদনে বলা হয়েছে, বেতন পরিশোধ না করে শ্রমিক ছাঁটাই করায় উপসাগরীয় দেশটিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এর আগে গত মার্চে সৌদি সরকার এই নির্মাণ প্রতিষ্ঠানের ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে।
এ বিষয়ে সরকারি এক রশিদ পাওয়ার কথা জানিয়ে বার্তাসংস্থা এএফপিকে একটি সূত্র জানায়, গত দুই বছর ধরে সৌদি আরবের তেল রাজস্বে ব্যাপক ধস শুরু হয়েছে। এছাড়া সরকারি নিষেধাজ্ঞার কারণে নির্মাণ জায়ান্ট বিন লাদেন গ্রুপের কর্মীরা বেতন পাননি। দীর্ঘদিন ধরে তারা বেতনের জন্য অপেক্ষা করছিলেন।
গত সেপ্টেম্বরে মক্কায় ভয়াবহ ক্রেন ধসের পর বিন লাদেন গ্রুপের ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রোববার এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক আল-ওয়াতানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপের ৭৭ হাজার বিদেশি শ্রমিক দেশ ত্যাগের জন্য এক্সিট ভিসা পেয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, বিশ্বের বৃহৎ নির্মাণকারী কোম্পানিগুলোর মধ্যে অন্যতম এই প্রতিষ্ঠানে অন্তত ২ লাখ বিদেশি কর্মী রয়েছে। এছাড়া কোম্পানির ইঞ্জিনিয়ার, প্রশাসক ও পরিদর্শক পদে কর্মরত ১৭ হাজার সৌদি কর্মকর্তার মধ্যে ১২ হাজার কর্মকর্তা চাকরিচ্যুত হতে পারেন বলে তিনি জানান।