এম এস জিলানী আখনজী:চুনারুঘাট প্রতিনিধি। চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বাগাডুবি গ্রামের ইয়ং স্টার বয়েজ ক্লাবের ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে হবিগন্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আবু তাহেরকে সংবর্ধনা দেয়া হয়। বিশিষ্ঠ মুরুব্বী সিরাজ মিয়ার সভা পতিত্বে। শামীম আহমেদ ও কল্যানকুমার দেব প্রিন্টু মাষ্ঠরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান ও উক্ত ক্লাবের প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু। আমুরোড হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন,চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদার,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ: রহমান আজাদ, মুক্তি যোদ্ধা ফয়জুল ইসলাম তালুকদার,স্থানীয় ইউপি সদস্য সুহেল চৌধুরী,সাবেক মেম্বার ছালেহ আহমদ তালুকদার,আমুরোড বাজার কমিটির সেক্রেটারী মিজানুর রহমান,দৈনিক তরফবার্তার বার্তা সম্পাদক আ: রাজ্জাক রাজু,বিশিষ্ঠ মুরুব্বী তাজুল ইসলাম আবু ক্বারী,নজরুল ইসলাম তালুকদার,শাহীন চৌধুরী,বিশিষ্ঠ ব্যাসায়ী ফরিদ আহমদ,জালাল মাষ্ঠার,মতিউর মাষ্ঠার ওয়াহিদুল ইসলাম প্রমূখ। পরে এক মনোজ্ঞ সাংস্কিতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইডল বাংলাদেশের শিল্পী মন্ট্রী ও তার দল গান পরিবেশন করেন।