রাজীব দেব রায় রাজু,মাধবপুর(হবিগঞ্জ)থেকে:
হবিগঞ্জের মাধবপুরে অমর একুশে ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।
রোববার সকালে মাধবপুর স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মরহুম রায়হান সিদ্দিকী একাদশ।
১৫ ওভার ব্যাটিং করে ১৪৫ রান সংগ্রহ করে অমর একুশে একাদশ। পরে ব্যাটিং করতে নেমে সবকটি উইকেট হারিয়ে মরহুম রায়হান সিদ্দিকী একাদশ ৬৭ রান সংগ্রহ করে।
খেলায় ম্যাচ অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ নির্বাচিত হন অমর একুশে একাদশের বিজয় সরকার। খেলায় সেরা ফিল্ডার হিসাবে র্নিবাচিত হন আলমগীর কবির।
খেলা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ী দলের হাতে রঙ্গীন টেলিভিশন তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবক মোঃ বশির মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শাহ মোঃ রিয়াদ তুষার, সাংবাদিক রাজীব দেব রায় রাজু, বেবি টেক্সি সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এরশাদ আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন , উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নেতা এমদাদুল হক সুজন, অমর একুশে ক্রিকেট টুনামেন্টের পরিচালনা কমিটির সদস্য আল হেলাল সুমন, জুলহাস উদ্দিন খা রিংকু, শেখ জাহান রনি , ফজলে লোহানি চৌধুরী, বশির খান, প্রমুখ।