স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বরচর জামতলি গ্রামে রাস্তা নিয়ে দুই দলের সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ৫ জন আহত হয়। শনিবার বিকালে এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, ওই গ্রামের মৃত রহিম উল্লার স্ত্রী লেবাছ বানুর সাথে রফিক মিয়ার পুত্র তাজুল ইসলামের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে তাজুল ও আসমত আলীসহ একদল পুলিশ লেবাছ বানুর বাড়িতে হামলা ভাংচুর চালায়। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। গুরুতর আহত অবস্থায় লেবাছ বানু (৭০) ও রফিক মিয়া (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।