এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥
নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের মাঠে গতকাল বৃহস্পতিবার পোষসংক্রান্তি উপলক্ষে শত শত বছরের পূর্বে চালু গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে ১০টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা উপস্থিত হন।
প্রতিবছর পৌষ সংক্রান্তি উপলক্ষে শত শত বছর ধরে আলমপুর গ্রামে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। গতকাল বিকেলে এইঘোড়া দৌড় প্রতিযোগিতায় খেলার আয়োজন করে আলমপুর গ্রামের যুব সমাজ। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ১০ টি ঘোড়ার মধ্যে তিনটি দৌড় অনুষ্ঠিত হয়। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ঘোড়ার দৌড়ে প্রথম স্থান অধিকার করেন আলম পুর গ্রামের আলাল মিয়ার ঘোড়া পংকীরাজ। দ্বিতীয় স্থান লাভ করেন হবিগঞ্জের ফরিদ মিয়ার ঘোড়া সিংবাদ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম,এ আহমদ আজাদ,বাবু জিতেশ সুত্রধর জিপুর সভাপতিত্বে ও বাবু অসিত রঞ্জন সুত্রধরের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাজী বদরুল ইসলাম বকুল, সামছু মিয়া মেম্বার,ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান নোমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ডাঃ নিজামুল হক চৌধুরী,এছাড়া বক্তব্য রাখেন রজিত সুত্রধর,আওয়ামীলীগ নেতা আসিকুর রহমান,ইসলাম উদ্দিন,লিয়াকত আলী, মসুদ মিয়া,আব্দুস সালাম প্রমূখ।