এম এ আই সজিব ॥ গাড়ি কিনা-বেচার পাওনা টাকা আনতে নিয়ে মাইক্রোবাসের ১ চালক ও তার লোকজনের হাতে মাইক্রোবাসের ৩ চালক ধারালো অস্ত্র এর আঘাতে গুরুতর আহত। ঘটনাটি শহরের আমিরচান কম্পেক্সের ১টি চায়ের দোন থেকে শুরু হয়। ঘটনাটি গতকাল রাত ৯.৩০মিনিটে ঘটেছে।
আহত টিটু জানায়, কিছুদিন পূর্বে মিজান মিয়া নামের ১জনের কাছকে সুলতান মামদপুরের মৃত রুস্তম আলীর এনাম (৩৫) ১টি মাইক্রোবাস কিনে আর এই গাড়িরর ১ লক্ষ ৩০ হাজার টাকার জামিনদার হন গোসাইপুরের শিরিষ আলীর পুত্র টিটু মিয়া। তিনি আরো জানান, এই টাকা নিয়ে আরো তারিখ হয় শেষ পর্যন্ত জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম বিষয়টি শুনলে গত ৪ দিন আগে তাদেরকে নিয়ে শালিষে বসেন এ সময় তিনি রায় দেন ১ লক্ষ ১০ হাজার টাকা আজকে দেওয়ার তারিখ ও দেন। আজ সন্ধ্যার পর এনাম টিটুকে ফোন কওে বলে আমির চানে আসে টাকা নিয়ে যেতে তারপর টিটু আরো ২জন ড্রইবারকে সাথে নিয়ে জায়। যাওয়ার পর এনাম বলে যে চা খাই তারপর টাকা নিয়ে যাইও। চায়ের দোকানে বসে এনামের কাথার শুর পালটে জায় এবং টিটুর উপর হামলা করে দোকানের চেয়ার ও ভাঙ্গে জিবন বাচাতে টিটু দৌর দিয়ে ঐ স্থঅন থেকে যেতে চাইলে আমির চান্দেও সামনে আগে থেকে উপস্থিত থাকা এনামের ৪০/৫০ জন লোক তারা তাকে ধওে মারপিট কওে এসময় টিটুর সাথে থাকা ২ চালক এগিয়ে আসলে তাদেরকেও মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই খবর শুনে হাসপাতালে এসে মাইক্রোবাসের নেতৃবৃন্দ ও শ্রমিকরা উত্তেজিত হয়ে যায়। খবর পেয়ে সদও থানার এস আই রকিবুল হাসান ও এস আই সুমন চন্দ্র হাজরা সহ একদল পুলিশ এস পরিস্থিতি শঅন্ত করেন।
আহতরা হল ঃ- মাইক্রোবাস ড্রাইবার গোসাইপুরের শিরিষ আলীর পুত্র টিটিু মিয়া (২৮), মাইক্রোবাস ড্রাইবার মিরজাপুরের ২ ভাই মৃত আঃ ছাত্তারের পুত্র মহিবুল ইসলাম (৪০) ও তার ভাই সাইদুল ইসলাম (৩২)। আশংঙ্কাজনক অবস্থায় সাইদুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক সিলেট প্রেরণ করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত মাইক্রোবাস এর নেতৃবৃন্দ্ররা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তারা জানান।