বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও মহিলাসহ শতাধিক লোক আহত হয়েছেন।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বৃহস্পতিবার সকালে উপজেলার মক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের জনাব আলী এবং সিরাজ মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে সকালে উভয়পক্ষ টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।